ঢাকাসহ দেশের ১৮টি জেলায় বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন: কালবৈশাখীর বৃষ্টিতে ঢাকাবাসীর স্বস্তি
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উল্লেখ্য, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর এ সতর্কতা বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।
আরও পড়ুন: ঢাকাসহ ৬ বিভাগের বেশকিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
বৃষ্টি সত্ত্বেও ঢাকার বাতাসের মান আবারও 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর'